Advertisement


জাতীয় ভোটার দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত, ২২ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে মহেশখালীতে


এম বশির উল্লাহ।।
তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’—প্রতিপাদ্যে ২ মার্চ (রবিবার) দেশে ৭ম বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। দ্বীপ উপজেলা মহেশখালীতে র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়। ২০২৪ সালে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকায় ১২ কোটি ৩৭ লাখ বর্তমানে দেশে ভোটার সংখ্যা বলে জানান নির্বাচন কমিশনার ইসি।

রবিবার সকাল ১০ টায় মহেশখালী উপজেলা প্রাঙ্গন থেকে জাতীয় ভোটার দিবসের একটি র‍্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে, পরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হেদায়েত উল্লাহ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তা কাউসার আহমেদ,হোয়ানক ইউপি মেম্বার সেলিম সিকদার, ছোট মহেশখালীর সচিব নুরুল আকতার,সাংবাদিক জেএইচ এম ইউনুচ প্রমুখ।

এসময় বেশ কয়েকজন নতুন ভোটার হওয়ায় মানুষদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়।

নির্বাচন অফিস সুত্রে জান্ গেছে চলমান নতুন ভোটার হাল নাগাদে মহেশখালী উপজেলায় ২২ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। আরো বেশ ফাইল প্রক্রিয়া দিন রয়েছে। কোন ভাবে যে রোহিঙ্গা ভোটার না হয় সেই জন্য জন প্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন নির্বাচন কর্মকর্তা। 

২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতি বছরের ২ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।