Advertisement


ব্র্যান্ডিং বুক ও ফটোগ্যালারি’র জন্য ছবি আহ্বান


সব খবর ডেস্ক।।
মহেশখালী উপজেলা প্রশাসন কর্তৃক প্রকাশিতব্য মহেশখালী ব্র্যান্ডিং বুক  এবং উপজেলা প্রশাসন ও পরিষদের ফটোগ্যালারিতে প্রকাশের লক্ষ্যে ছবি আহ্বান করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পেজে ছবি আহ্বানের একটি পোস্ট দিয়ে এ আহ্বান করা হয়।

পোস্টটিতে বলা হয়, ‘মহেশখালীর প্রাকৃতিক সৌন্দর্য্য, জীবনাচরণ,জীব বৈচিত্র্য, বিভিন্ন উৎসবের ছবি. পর্যটন স্পট’ ইত্যাদি বিষয়ে যেকেউ কমপক্ষে তিন মেগাবাইটের নিজের তোলা ছবি পাঠাতে পারবে। ছবি জমা দিতে হবে সরাসরি পেনড্রাইভে কিংবা ই-মেইলের মাধ্যমে। ছবির সাথে ফটোগ্রাফারে নাম,ঠিকানা ও ফোন নম্বর দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। নিবার্চিত ছবির ফটোগ্রাফারদের জন্য থাকবে পুরস্কার।

//অসীম//এস..ই//