
উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ চাইলেন মোহাম্মদ উল্লাহ
দ্বিতীয় মেয়াদে ফের চেয়ারম্যান নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ উল্লাহ মহেশখালীর সব খবর’কে বলেছেন -‘ আমি বিগত পাঁচ বছর দায়িত্ব পালনকালে কেউ আমার দল করে কি করে না, এসব দিয়ে মূল্যায়ন করিনি। আমার কাছে মাতারবাড়িবাসীর সবার অবস্থান ছিলো এক এবং অভিন্ন। আমি চেষ্টা করেছি সবার চেয়ারম্যান হয়ে জনগণের পাশে থাকতে।’
গতকাল উপজেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে এসে ফেরার সময় সব খবর কার্যালয়ে আসেন চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ। এসময় সব খবর কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন মহেশখালীর সব খবরের সম্পাদক মাহবুব রোকনও।
তিনি তার বিগত সময়ের উন্নয়নের কথা তুলে ধরে আরও বলেন, আমি এলাকার জন্য যা যা করেছি, আমার বিশ্বাস জনগণ সেটার মূল্যায়ন করে নিশ্চয়ই আমাকে আরও একবার তাদের সেবা করার সুযোগ দিবে। তিনি মাতারবাড়িবাসীর আন্তরিক দোয়া ও ভালোবাসা কামনা করেন।
C-09//AD-1//20032021//E-MR
শিরোনাম ছিলো.. "উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ চাইলেন মোহাম্মদ উল্লাহ"
Post a Comment