জানা গেছে- বড় মহেশখালীর সম্ভ্রান্ত পরিবারের সন্তান মরহুম নজর আলীর পুত্র ও মরহুম এডভোকেট সালামত উল্লাহ রানার ছোট ভাই ও সরকারের পরিকল্পনা মন্ত্রনায়ের উপ-সচিব আবুল হাসেম এর মামা ছিলেন হাফেজ মৌলানা ফরিদুল আলম। তিনি দীর্ঘদিন থেকে দুরারোগ্য রোগ ক্যানসারে ভোগছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শে চিকিৎসা চলা অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরী ভাবে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে চিকিৎসা অবস্থায় তিঁনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে ও ১ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাতে তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে, পরিবারে পড়ে কান্নার রোল।
ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত সজ্জন, সদালাপী ও পরোপকারী প্রকৃতির ব্যক্তি ছিলেন।
তাঁর মৃত্যুতে 'মহেশখালীর সব খবর' পরিবার গভীর ভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, একইসাথে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি।