Advertisement


২০ মার্চঃ মকসুদ মিয়ার ২য় বার মেয়র হওয়ার দিন আজ




অসীম দাশ।। ২০১৬ সালের ২০ মার্চ, ঠিক পাঁচ বছর আগের কথা। সে বছর আজকের দিনেই মহেশখালী পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন আলহ্বাজ মকসুদ মিয়া। ‘বহুল আলোচিত’ ও ‘নানান ঘটনায় সমালোচিত’ সেই নির্বাচনে বিজয়ী হয়েছিলেন পৌর আওয়ামী লীগের আহবায়ক মকসুদ। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’র প্রার্থী হিসেবে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নাগরিক কমিটির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সরওয়ার আজম। তার মার্ক ছিলো ‘তাল গাছ’। 

ঠিক ৫ বছর পর এ দফায় মেয়রকালের মেয়াদ শেষের দিকে নিয়মমতো আগামী ১১ এপ্রিল মহেশখালী পৌরসভার ভোটের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এবারও নৌকা প্রতীকে নির্বাচন করছেন বর্তমান মেয়র মকসুদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরাবরই মাঠে রয়েছেন নাগরিক কমিটির সরওয়ার আজম।

C-12//AD-02//20032021// E-MR