
করোনার সংক্রমণ বাড়ায় ফের মাঠে নেমেছে মহেশখালী উপজেলা প্রশাসন
Sunday, March 21, 2021
Comment
কাব্য সৌরভ।। গত বছরের ন্যায় এই বছরও মার্চের শুরু থেকে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে বাংলাদেশে। মহেশখালীতে করোনার সংক্রমণ রোধে মানুষকে জনসমাগম এড়িয়ে চলতে এবং মাস্ক পরিধানের বিষয়ে সজাগ করতে ফের মাঠে নেমেছে মহেশখালী উপজেলা প্রশাসন।
আজ (২১ মার্চ -২০২১) রবিবার মহেশখালী উপজেলার বিভিন্ন জনসমাগম পূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান। এসময় তিনি মাস্ক না পরার কারণে ভ্রাম্যমাণ আদালতে ১১ জনকে দুই হাজার টাকা করে জরিমানা করেন।
করোনা সংক্রমণ রোধে মহেশখালীর প্রত্যন্ত ইউনিয়নে মাইকিং করে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালানো হচ্ছে বলেও মহেশখালী উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়।
C-07//MR-3//21032021//KS
শিরোনাম ছিলো.. "করোনার সংক্রমণ বাড়ায় ফের মাঠে নেমেছে মহেশখালী উপজেলা প্রশাসন"
Post a Comment