Advertisement


সড়ক দুর্ঘটনায় তছনছ মাতারবাড়ির কফিলের স্বপ্ন


আব্দুর রহমান রিটন, মাতারবাড়ি থেকে ।।

গেল সাত মাস আগেও ছিল একজন স্বাভাবিক তারুণ্যদীপ্ত টকবকে যুবক। জীবিকার তাগিদে করতো কাঁচা সবজির ব্যবসা। স্বপ্ন দেখেছিলেন, সন্তানদের বড় করে একদিন মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলবেন। কিন্তু কফিল উদ্দীনের সেই-স্বপ্ন আর ডানাই বা মেলতে পারলো কোথায় ! 

গেল সাত মাস আগে মাতারবাড়ির কফিল উদ্দীন ব্যবসার কাজে বদরখালী যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় ভেঙে যায় তার ডান পা। বর্তমানে উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিটির এমন দুর্দশায় মানবেতর জীবনযাপন করছে কফিলের পরিবারটি। একদিকে করোন ভাইরাসের কারনে দেশে জারি থাকা লকডাউন আর অন্যদিকে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটির পঙ্গুত্ব যেনো এখন করুন দশা পরিবারটির। এমন অবস্থায় পরিবারটির প্রতি মানবিক সহযোগিতার আহ্বান রেখেছে স্থানীয়রা।

বিশেষত: কফিলের পরিবারে রয়েছে স্ত্রীসহ তার তিন মেয়ে ও একটি ছেলে সন্তান। নিজের সন্তানরে ভবিষ্যৎ যাতে অন্ধকারের দিকে না যায়, তার জন্য কপিল উদ্দীন সমাজের বিত্তবান ও সরকারি সহযোগিতা ও সাহায্য আশা করেছেন।যোগাযোগের মোবাইল নং--01782050192।

সম্পাদনা: অসীম দাশ