Advertisement


মহেশখালীর অদূরে মাছ ধরার ট্রলার নিখোঁজ, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে

০১৮২৪ ৪৬৬৭০২ এ নম্বরে সন্ধান দিন, পুরস্কৃত করা হবে


কাব্য সৌরভ।।  মহেশখালীর অদূরে উপকূলের কাছাকাছি ঝড়ের কবলে পড়ে হারিয়ে গেছে মাছ ধরার একটি বোট। এ সময় ট্রলারে থাকা জেলেরা পরে কূলে ফিরে আসলেও ট্রলারটি এখনও নিখোঁজ রয়েছে। কেউ ট্রলারটির বর্তমান অবস্থান জানাতে পারলে সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা দিয়েছেন ট্রলার মালিক।

তথ্য মতো -কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সাগরে মাছ ধরার একটি ট্রলার হারিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে পাঁচদিন অতিবাহিত হলেও বোটের এখনো সন্ধান মিলেনি বলে জানান বোটের মালিক নুরুল আমিন।

গত সোমবার (৫ এপ্রিল ২০২১) রাতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে তার বোটটি সাগরে দিক হারিয়ে ফেলে কক্সবাজারের পাটোয়ার টেক পয়েন্টে। রাতের অন্ধকারে বোটে থাকা ৪ জন মাঝিমাল্লা জীবিত উদ্ধার হলেও তীব্র ঝড়ো হাওয়ায় বোটটি হারিয়ে যায়। সকালে অনেক খোঁজাখুঁজির পরেও বোটের কোনো সন্ধান পাননি বলে জানান কক্সবাজারের বাসিন্দা মালিক নুরুল আমিন।

অসমর্থিত সূত্র ও তাঁর ধারণা মতে তীব্র বাতাস সাগরের পানির ঢেউয়ে বোট'টি ভাসতে ভাসতে মহেশখালীর সোনাদিয়া ও এর কাছাকাছি এলাকায় সাগরের কিনারায় ভেসে আসতে পারে। কোনো ব্যক্তি বোটটির সন্ধান দিতে পারলে তাঁকে উপযুক্ত ভাবে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।

সন্ধানদাতাকে নিচের নাম্বারে যোগাযোগ করতে বলা হলো। ০১৮২৪৪৬৬৭০২।  বিষয়টি মানবিক।