Advertisement


শাহপরীরদ্বীপে বাড়িতে বিদ্যুতের তার ছিড়ে পড়ে ২ জনের মৃত্যু, আহত ২


অতিথি প্রতিবেদক।।
কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপে বসতবাড়িতে বিদ্যুত লাইনের তার ছিড়ে নারীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।

আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিন পাড়া এলাকায় আব্দুল আমিনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই নিহতরা হচ্ছেন বাড়ির মালিক আব্দুল আমিনের বোন মো রফিকের স্ত্রী রমিদা বেগম(২৮) ও বেড়াতে আসা আত্মীয় কলিম উল্লাহ।

এসময় দুইজন আহত হয়। এদের মধ্যে আব্দুল আমিনের মেয়ে বকেয়া আক্তারকে মুমুর্ষ অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

নিহত রমিদার মেয়ে নাইমা আক্তারকে (৪) স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

আপডেটঃ টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

অতিথি প্রতিবেদক।। টেকনাফ শাহপরীর দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় বিদুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ আরো তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।  বৃহস্পতিবার রাত ৭ টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিন পাড়ায় এ ঘটনা  ঘটে।

নিহতরা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা রমিদা বেগম ও সদর ইউনিয়নের বাহারছড়ার কলিম উল্লাহ। সে রমিদার বাড়িতে বেড়াতে এসেছিল।

ঘটনা সত্যতা নিশ্চত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে শাহপরীর দ্বীপ দক্ষিন পাড়া বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।