Advertisement


মহেশখালী পৌরসভা ও ৩ ইউনিয়ন পরিষদে নব-নির্বাচিতদের সরকারি গেজেট প্রকাশ


নিজস্ব প্রতিবেদক।।
মহেশখালীতে পৌরসভা ও  মহেশখালীর ৩টি ইউনিয়ন পরিষদে নব-নির্বাচিতদের সরকারি গেজেট প্রকাশ হয়েছে। দ্রুত সময়ে গেজেট প্রকাশ পাওয়ায় বিজয়ী ব্যক্তিগণ ও তাদের সমর্থকদের মাঝে বেশ উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

জানা গেছে -২৬ সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে পৌরসভার মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরসহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারের গেজেট প্রকাশ করেছে সংশ্লিষ্ট রিটার্নং অফিসারেরা।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর মহেশখালী পৌরসভা নির্বাচনে রিটানিং অফিসার  মোঃ আল আমিন পারভেজ স্বাক্ষরিত মেয়র পদে মকসুদ মিয়াসহ মহিলা কাউন্সিলর পদে ৩ ও পুরুষ কাউন্সিলর পদে ৮জনের গেজেট প্রকাশ করেছে কমিশন।  

এছাড়াও কুতুবজোম ইউপি নির্বাচনের রিটার্নং অফিসার এজি মাসুদ কুতুবী স্বাক্ষরিত চেয়ারম্যান পদে এডভোকেট শেখ কামালসহ মেম্বার ও মহিলা মেম্বার, হোয়ানক ইউনিয়নে মন্জুর মোর্শেদ স্বাক্ষরিত চেয়ারম্যান পদে মীর কাশেমসহ অন্যান্য সদস্যের, মাতারবাড়িতে জুলকার নাঈম স্বাক্ষরিত চেয়ারম্যান পদে এস এম আবু হায়দারসহ বিজয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

প্রকাশিত গেজেটের প্রিন্টেড কপি আজ দুপুরের দিকে প্রার্থীদের হাতে এসে পৌঁছে। পরে তাদের কর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা পোস্ট আনন্দ প্রকাশ করে।

এদিকে ২০ সেপ্টেম্বর নির্বাচনের পর ৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিভিন্ন প্রার্থী বিভিন্ন ইস্যুতে আদালতে যাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ অবস্থায় অনেক ভোটার গেজেট প্রকাশে বিলম্ব হবে বলে মনে করেছিল।