Advertisement


মহেশখালীর কৃতি খেলোয়াড় মনির দেশের হয়ে বিদেশের মাটিতে খেলবেন

কাল সকালের ফ্লাইটে উজবেকিস্তান যাচ্ছেন মনির


রকিয়ত উল্লাহ।। বাংলাদেশ অনুর্ধ্ব -২৩  এর জাতীয় দলের হয়ে  এএফসি ইউ-২৩ এর এশিয়া কাপ-২০২২শে অংশগ্রহণ করার জন্য কাল ভোর ৬ টায় বাংলাদেশ ফুটবল দলের সাথে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে উজবেকিস্তানের উদ্দেশ্য উডাল দিবেন মহেশখালী উপজেলার কালারমার ছড়ার কৃতি সন্তান তরুন ফরোয়ার্ড মনির আলম। তিনি মহেশখালীর কালারমার ছড়ার চিকনি পাড়ার শফিকুর রহমান- মৃত ধলা খাতুন দম্পতির  কনিষ্ঠতম সন্তান।

জানা গেছে -কয়েক AFC U-23 Asia Cup 2022 এর কোয়ালিফিকেশনের জন্য ঘোষিত বাংলাদেশ জাতীয় দলের ৩৮ সদস্যের মধ্যে মুল স্কোয়াডে জায়গা করে নিয়েছেন মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের চিকনীপাড়ার কৃতি সন্তান মনির আলম। আজ রাত ১০ টা'র ফ্লাইটে তার উজবেকিস্তান যাওয়ার কথা রয়েছে।

এদিকে আকষ্মিক বিদেশ সফরে সবার কাছে দোয়া কামনা করছেন তার পরিবারের সদস্যরা।

সূত্র জানায় -২৮ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ কুয়েত। ৩০ অক্টোবর খেলবে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে তার খেলার কথা রয়েছে। শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে। টুর্নামেন্টের আগের ভেন্যু ছিল কুয়েত। এরপর এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ৩৮ সদস্যের প্রাথমিক দলেও তাকে রাখা হয়েছে বলে জানা গেছে।