Advertisement


নাম ফলকহীন মাতারবাড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান (ভিডিও)


বিশেষ প্রতিনিধি।।
মাতারবাড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার মূল ফটকে মাদ্রাসার নাম সম্বলিত কোনো সাইনবোর্ড নেই। নাই কোনো প্রতিষ্ঠানের সাইন-সিম্বলও। এ অবস্থায় নতুন কোনো মানুষ এর কাছে চেনার উপায় নাই যে -এটি শিক্ষা প্রতিষ্ঠান। তবে মাদ্রাসায় গিয়ে একটি পুরানো সাইনবোর্ড দেখা গেছে -যা ফটক থেকে খুলে একটি টিনসেড কক্ষের চালের উপর ফেলে রাখা হয়েছে।

মাতারবাড়ির মিয়াজির পাড়া এলাকায় রয়েছে মাতাবাড়ির অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা। মাদ্রাসাটির সার্বিক বিষয় নিয়ে প্রতিবেদন তুলে আনতে মহেশখালীর সব খবর এর একটি টিম মঙ্গলবার বিকেলে ওই এলাকায় যায়। মাতারবাড়ির প্রধান সড়কের পাশে অবস্থিত একটি স্থাপনাকে ওই মাদ্রাসা হিসেবে গাড়ির ড্রাইভার দেখিয়ে দিলেও আমরা খানিকটা বিব্রত হই। নিশ্চিত হতে মাদ্রাসার নাম ফলক খুঁজেও দেখতে পাওয়া যায়নি। আশপাশে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সাইন-সিম্বলও নেই -যা দেখে একজন পর্যটক বা ওই এলাকায় নবাগত ব্যক্তি এ স্থাপনাটিকে একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চিহ্নায়ন করবে।