আদালতের সংশ্লিষ্ট আইনজীবীরা জানান- এর আগে মহেশখালীর সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেনকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়াকে কারাগারে পাঠান আদালত। গতকাল (২৬ জানুয়ারি) বেলা ২টার দিকে কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকী তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর এই আদেশ দেন।
মেয়র মকছুদ মিয়াসহ ২৫ জনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন আমজাদ হোসেন।
এদিকে জেল হাজতে যাওয়ার স্বল্প সময়ের মধ্যে(২৪ ঘণ্টা না পেরুতেই) আজ ফের তার জামিন হওয়ার খবর এলাকায় এসে পৌঁছুলে তার কর্মি-সমর্থকদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়।
সর্বশেষ তথ্যে জানাগেছে- জামিনের আদেশের কপি জেলখানায় পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে কিছুক্ষণের ভেতরেই তিনি জেল থেকে মুক্ত হয়ে বেরুবেন।
এদিকে মেয়র মকসুদ মিয়ার ঘনিষ্ঠ সূত্র ও রাজনৈতিক সহযোগীদের দাবি এ ঘটনায় তাকে মিথ্যা ভাবে মামলায় ফাঁসানো হয়েছে। এটি ষড়যন্ত্রমূলক বলে দাবি করে তারা এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন প্রথম থেকে।