Advertisement


মহেশখালীর সাবেক পৌর মেয়র সরওয়ার আজমের জামিন আবেদন না মঞ্জুর, কারাগারে প্রেরণ


বার্তা পরিবেশক।।
মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরোয়ার আজমের জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ আদেশ দেন। কাজ না করে প্রকল্পের সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় এই আদেশ দেন আদালত। -খবর আজকের পত্রিকা অনলাইন এর। দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ  পত্রিকাটিকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, পৌর মেয়র থাকাকালে বাদশা মিয়া নামে এক ঠিকাদারকে কাজ না করেও সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতে সহযোগিতা করেন সারোয়ার আজম। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৭ সালে সরোয়ারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক।