Advertisement


প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছেন- এমপি আশেক


বার্তা পরিবেশক।। মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। উন্নত বিশ্বের সাথে প্রতিযোগীতায় দেশকে এগিয়ে নিতে নারীদের ভূমিকা অপরিসীম। নারীরা দেশের বোঝা নয়, বরং সম্পদ। তাই নারী সহিংসতা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রশাসকের হলরুমে চিত্র প্রদর্শনী অনুষ্ঠান পরিদর্শনে এসব কথা বলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

“নারীর প্রতি সহিংসতা বন্ধ কর, সমঅধিকার নিশ্চত কর” এই স্লোগানে নারী প্রতি সহিংসতা ও নারীর সফলতার চিত্র নিয়ে এ চিত্র প্রদশর্নী অনুষ্ঠিত হয়। এনজিও সংস্থা ইপসা'র সহযোগীতায় এ প্রদর্শনীর আয়োজন করেন সামাজিক স্বেচ্ছাসেবীমূলক সংগঠন মহেশখালী সোস্যাল ডেভেলপম্যান্ট সোসাইটি।

এসময় চিত্র প্রদর্শনীতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই, কুতুবজোম ইউপি চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ইউনুছ, শিক্ষক ও সাংবাদিক আমিনুল হক, সমাজকর্মী নুরুল কামাল আকাশ সহ একাধিক সংবাদকর্মী, সমাজকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সচেতন মহল সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত হন।

মহেশখালী সোস্যাল ডেভেলপম্যান্ট সোসাইটির মুখপাত্র এসএম রুবেল বলেন, মহেশখালীতে নারীর প্রতি সহিংসতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইপসার সহযোগীতায় আমার নিজের হাতে তোলা ছবি ও শিল্পী আর. করিমের অংকনকৃত মোট ২৫টি ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করি। আমরা চাই মানুষ সচেতন হোক। সহিংসতা থেকে সরে এসে মানবিক সমাজ গড়ে তুলুক।

এছাড়াও ফোকাল পার্সন ইপসা মহেশখালীর ইপসার ফোকাল পার্সন আজিজুল হক, ইপসা সিভিক প্রকল্পের উপজেলা ম্যানেজার আজগর হোসেন চৌধুরী, ফিল্ড ফ্যাসিলিটিটের মোঃ শাহিনুর রহমান, হুমাউন কবির, চাইলু মং মারমা। ফিল্ড অফিসার মোঃ উমর ফারুক সিয়াম। যুব ফোরাম সদস্য মোঃ রাশেদুল ইসলাম, আশরাফ সিদ্দিকি রায়হান, নাজিয়া সুলতানা, উম্মে হাবিবা উপস্থিত ছিলেন।