Advertisement


মাতারবাড়িতে বোটসহ ১৮ জেলে আটক


মাহবুব রোকন।। মহেশখালী উপজেলার মাতারবাড়ি সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৮ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানিয়েছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় ‘অপারেশন সুরক্ষা’র অংশ হিসেবে কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা এ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে পরিচালিত এফবি আল্লাহর দান নামের একটি ট্রলিং বোট ও তাতে থাকা জেলেদের আটক করা হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) শাকিব মেহবুব জানিয়েছেন, আটক জেলেদের এবং জব্দকৃত বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, “মৎস্যসম্পদ রক্ষায় এবং অবৈধ কার্যক্রম দমনে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

কোস্ট গার্ড সূত্র জানিয়েছে, আটক বোট ও জেলেরা বাঁশখালী এলাকার। ট্রলারটি সমুদ্রের মাতারবাড়ি পয়েন্টে অবৈধভাবে মাছ শিকার করছিল।