আব্দুল করিম।। মহেশখালীতে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে একটি দেশীয় একনলা পিস্তল ও পাঁচটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা এলাকায় সশস্ত্র একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে চিহ্নিত সন্ত্রাসী এরশাদ উল্লাহ’র বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় একনলা পিস্তল ও পাঁচটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। এসময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা নিকটবর্তী ফকিরজুম পাড়ার পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। তবে তাদের ফেলে যাওয়া ওয়ান শুটারগানও উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে নৌবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।