Advertisement


আঁধারঘোনার এ কেমন সড়ক?


নিজস্ব প্রতিবেদক।। কালারমার ছড়ার আঁধারঘোনা পশ্চিমপাড়া সড়কের বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। এলাকার প্রায় ৫ হাজার মানুষ সড়কটি ব্যবহার করলেও এখন এটিই তাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় সড়কের মধ্যভাগে গাছের গুঁড়ি ফেলে সড়কটি বন্ধ করে দিয়েছে স্থানীয়রা।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন- ইউনিয়নের অন্যঅনেক সড়কে উন্নয়ন কাজ হলেও এ সড়কটি কাচা রয়ে গেছে। গতকাল (১৩ মে) সকালে সামান্য বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। সড়কের বিভিন্ন স্থানে হাটুপানি জমে নোংরা পরিবেশ সৃষ্টি হওয়ায় এ সড়ক ধরে চলাচল করতে বেশ অসুবিধায় পড়েছে এলাকাবাসী।


এদিকে এমনিতে বৃষ্টিতে সড়কের বেহাল অবস্থা হয়ে পড়েছে, তার উপরে এ সড়ক দিয়ে গাড়ি চলাচল করার কারণে অবস্থা আরও নাজুক হয়ে পড়ে বলে জানান তারা।

এ অবস্থায় সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচানোর লক্ষ্যে যান চলাচল বন্ধ করতে সড়কের উপর গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেট সৃষ্টি করে রেখেছে এলাকার লোকজন।

স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন জানান- "গত কয়েক বছর ধরে আমরা সড়কটি নিয়ে কষ্ট পাচ্ছি, এখানে কোটি টাকাও খরচ করতে হবে না, অন্ততঃ বালি দিয়ে রাস্তাটা মেরামত করে ছোট একটা কালভার্ট করে দিলে লোকজনকে এক ফুট পানির ভেতর চলাচল করতে হতো না।"

স্থানীয় বাসিন্দারা জানান- জনপ্রতিনিধিদের বার বার বলা হয়েছে সড়কটি সংস্কার করার জন্য, তারা শান্তনামূলক ভাবে সড়কটি দেখে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। সড়ক সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপিকে লোকজনের মাধ্যমে জানানোর পরেও সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করেন তারা। যার ফলে একটু বৃষ্টিতেই এমন দুর্ভোগে পড়তে হচ্ছে গ্রামের প্রায় ৫ হাজার মানুষকে।

এদিকে আসছে বর্ষায় এ সড়ক নিয়ে এলাকার লোকজনের দুঃখের অন্ত থাকবে না বলেও মন্তব্য করেন ওই এলাকার লোকজন।