Advertisement


মহেশখালীর চালিয়াতলীতে সড়ক দুর্ঘটনা, আহত একাধিক; গুরুতর আহত যুবককে চট্টগ্রামে প্রেরণ


নিজস্ব প্রতিবেদক।।
মহেশখালীর প্রবেশপথ চালিয়াতলী বালুর ডেইল এলাকার পেট্রলপাম্পের সামনে গাড়ি দুর্ঘটনায় মোহাম্মদ ফোরকান নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুন) রাতে এ ঘটনা ঘটে। আহত ফোরকানকে ঘটনাস্থলে থেকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ফোনকানের পরিবার।

জানা যায়, রাতে ব্যবসায়ীক কাজ সেরে বদরখালি থেকে মহেশখালী চিকনিপাড়াস্থ নিজের ঘরে ফিরছিলেন ফোরকান, বদরখালী সেতু পার হয়ে বালুরডেইল পেট্রলপাম্পের সামনে আসলে দুইটি গাড়ি গতি হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

আহত ফোরকান কালারমার ছড়া ইউনিয়নের চিকনিপাড়া এলাকার কবির আহমেদের ছেলে। বদরখালিতে তার কাপড়ের ব্যবসা রয়েছে বলে জানান ফোরকানের আত্মীয় রবি উল্লাহ সিকদার। চট্টগ্রামে অবস্থানরত মহেশখালীবাসীকে তার দ্রুত চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

ফুয়াদ//