ডেস্ক রিপোর্ট।। মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী গুরুতর আহত হয়েছে। ২২ আগস্ট (সোমবার) সকালে প্রধান সড়কের হোয়ানক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানিয়েছে- সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজের ৫ শিক্ষার্থী একটি ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) এ চড়ে কলেজের উদ্দেশ্যে হোয়ানক থেকে বড় মহেশখালী আসছিলেন। এ সময় শিক্ষার্থীদের বহনকারী এ টমটমটি প্রধান সড়কের হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা মুঈনুল ইসলাম মাদ্রাসার কাছাকাছি এসে পৌঁছালে গাড়ি থেকে ছিটকে পড়ে এক ছাত্রী গুরুতর আহত হয়। আহত শিক্ষার্থী খাইরুন্নেসা রিফা(১৮) উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়া গ্রামের মৃত আলী হোসেনের মেয়ে। সে বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত হয়।
স্থানীয়রা আহত শিক্ষার্থী উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসেন, আঘাত গুরুতর হওয়ায় দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানান- টমটমটির চালক ছিলো স্থানীয় এক বখাটে তরুণ। প্রধান সড়কে সে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলো।