Advertisement


দুর্গাপুজায় দেড় হাজার ব্যক্তিকে উপহার বিতরণ করলেন মেয়র মকসুদ মিয়ার পুত্র শেহজাদ


নিজস্ব প্রতিবেদক।। সনাতনি হিন্দু ধর্মাবলম্বিদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে মহেশখালী পৌরসভার  দেড় হাজার সনাতন ধর্মালম্বীদের মাঝে মেয়র মকছুদের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী বিতরন করা হয়েছে৷ একধিক দফায় এ সব উপহার সামগ্রী বিতরণ করেন মেয়র পুত্র শেহজাদ।

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে মহেশখালীতে তিন দফায় ১৫ শতজন সনাতন ধর্মাবলম্বীর মাঝে পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়র নিজস্ব তহবিল থেকে এ সব উপহার সামগ্রী বিতরন করা হয়। পৌর এলাকার হিন্দু ধর্মাবলম্বিদের মাঝে হাতে হাতে এ সব উপহার তুলে দেন মেয়র মকসুদ মিয়ার পুত্র হাম্মাদ বিন মকছুদ শেহজাদ।

গতকাল ২০ অক্টোবর বেলা ২টার সময় প্রথম দফায়  ৫'শ নারী-পুরুষদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। একইদিন রাত ৭টার দিকে ২য় দফায় পৌর এলাকার আরও ৫ঃশ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

একই ভাবে পরের দিন ২১ অক্টোবর বেলা ৩টার সময় পৌর এলাকার হিন্দু ও জলদাস সম্প্রদায়ের আরও ৫শ নারী পুরুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরন করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে নারীদের জন্য শাড়ী, কামিজ, ত্রি-পিস, পুরুষদের জন্য ধুতি, লুঙ্গী, পাঞ্জাবী ও পুজার বিভিন্ন সরঞ্জামাদি রয়েছে বলে জানা গেছে।

এ সব উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বীদের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দগণসহ পৌর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এ সময় পুজা উপলক্ষে মেয়র মকছুদের নিজস্ব তহবিল থেকে এই উপহার সামগ্রী পাওয়া অনেককেই বেশ আনন্দ প্রকাশ করতে দেখা যায়।  

তারা বলেন- পুজা উপলক্ষে উপহার সামগ্রী পেয়ে আমরা খুবই খুশি। আমাদেরকে বিভিন্ন সময় মেয়র মকছুদ মিয়া যেভাবে পাশে থেকে একজন উদার মনের মানুষের পরিচয় দিয়ে থাকেন তা আমরা কখনো ভুলবনা। তাছাড়াও এর প্রতিদান প্রতিবারের সদস্যের ন্যায় দিয়েই যাব। ইশ্বর উনার মঙ্গল করুক।

এসময় উপস্থিত মেয়র মকছুদ মিয়া বলেন- শারদীয় দুর্গাপুজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আমার নিজস্ব তহবিল থেকে আমার ছেলে হাম্মাদ বিন মকছুদ শেহজাদ সামান্য এই উপহার সামগ্রী আপনাদের মাঝে বিতরন করতে পেরে আমি মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করছি। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ইশ্বরের নিকট দোয়া করবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করবেন।

এ সময় তিনি -আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্র লরিচালনার দায়িত্ব দেওয়ার আহবানও জানান।

উপহার সামগ্রী বিতরনের সময় মেয়র পুত্র হাম্মাদ বিন মকছুদ শেহজাদ বলেন- আপনারা আমার বাবা ও আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যাতে করে সারাজীবন আমার বাবা ও আমাদের পরিবার আপনাদের যে কোন বিপদে আপদে এবং যে কোন অনুষ্ঠানে আপনাদের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে পারি।