খবর পেয়ে পুলিশদল দ্রুত সময় মহেশখালী থানাধীন বড় মহেশখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ফকিরাঘোনা এলাকার মোহাম্মদ আরিফের মুদি দোকানের সামনে হতে শাহাব উদ্দিন (২৩)কে গ্রেফতার করে। শাহাব উদ্দিন স্থানীয় পশ্চিম ফকিরাঘোনা চানমিয়া পাড়ার আব্দুর রহিম এর পুত্র।
এ সময় পুলিশ স্থানীয় জনগনের সহায়তায় তাকে গ্রেপ্তার করে তার হেফাজত হতে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি )উদ্ধার করে।
উপস্থিত স্থানীয় জনগণের সম্মুখে শাহাব উদ্দিন স্বীকার করেন যে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি তার নিজের। পরে তাকে অস্ত্রসহ থানায় নিয়ে আসা হয়।
ওসি জানিয়েছেন- এ ঘটনায় অস্ত্র মামলা করার প্রক্রিয়াধীন চলছে।
গ্রেফতার হওয়া শাহাব উদ্দিন এলাকায় চুরি-ছিনতাই এর সাথে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।