ফারুক ইকবাল ও আ ন ম হাসান।। মহেশখালীতে উদ্বোধন হয়ে গেল ফয়সাল আমিন ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৪। উদ্বোধনী খেলায় বিজয়ী হয়েছে কালারমার ছড়া একাদশ।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ান প্রবাসী মেধাবী ছাত্র ফয়সাল আমিন। তার সার্বিক পরিচালনা ও পৃষ্ঠপোষকতায় এই ফুটবল টুর্নামেন্ট পরিচালিত হয়। টুর্নামেন্টের প্রথম খেলায় শাপলাপুর বনাম কালারমার ছড়া একাদশের খেলায় ১-১ গোলে ড্র হয়। পরে পেনাল্টি শটে কালারমার ছড়া একাদশ-৫, শাপলাপুর একাদশ-৩ গোল করে। এতে ২ গোল বেশি দিয়ে কালারমার ছড়া একাদশ জয় লাভ করে। প্রতিটি খেলা নক আউট পদ্ধতিতে মোট ৩২টি দল অংশগ্রহণ করবে।
উদ্বোধনী খেলায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ফয়সাল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের পৌর কাউন্সিলরবৃন্দু, দৈনিক কক্সবাজার মহেশখালী অফিস প্রধান সাংবাদিক মাহবুব রোকন, সাংবাদিক ফারুক ইকবাল, সাংবাদিক আনম হাসান, বিএনপি নেতা আতা উল্লাহ বোখারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সমন্বয় ও সঞ্চালনা করেন মহেশখালী ডিগ্রি কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক সানা উল্লাহ, স্থানীয় নুর মোহাম্মদ, ওমর ফারুক, তাজনিম, পরিচালনা কমিটির খাইর হোসন, আবু নছর, আবুল আসাদ, এহসান উল্লাহ, বদি আলম, আব্দুল হক, মাহামুদুল হক, ছৈয়দুল ইসলাম প্রমুখ।
উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় কালারমার ছড়া একাদশের রানা ও শাপলাপুর একাদশের আব্দুল খালেক।
দীর্ঘদিন পর মহেশখালীতে এমন টুর্নামেন্টের আয়োজন হওয়ায় খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতি ছিলো দর্শনীয়।