টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকারের কার্যকর পদক্ষেপ চাইলেন সাবেক এমপিরা
রকিয়ত উল্লাহ।। ভয়াল ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঢাকাস্থ মহেশখালী সমিতির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহেশখালী সমিতির সভাপতি মো. আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর ফরিদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও একই আসনের সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ।
দুই সাবেক এমপি তাদের বক্তব্যে ৯১-এর ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো মহেশখালীবাসীসহ উপকূলের সকল শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। একইসঙ্গে তারা উপকূলীয় এলাকা বিশেষ করে মহেশখালীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানান। এছাড়াও মহেশখালী-কক্সবাজারে পারাপারের জন্য ফেরী ও সেতুর দাবিও করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহেশখালী সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম। সমিতির অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তারা বলেন, “প্রতি বছর এই দিনটি আমাদের জন্য শুধু শোকের নয়, প্রতিরোধ গড়ারও দিন। আমরা চাই, ভবিষ্যতে যেন আর কোনো প্রাণ ঝরে না পড়ে।”