বার্তা পরিবেশক।। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহেশখালী দক্ষিণ সাংগঠনিক থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “সিঙ্গেল ডিজিট সংবর্ধনা” অনুষ্ঠান। ষষ্ঠ থেকে দশম শ্রেণির স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে যারা রোল ১ থেকে ৯-এর মধ্যে অবস্থান করছে, তাদেরকে উৎসাহ ও সম্মাননা জানাতেই এই ব্যতিক্রমী আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রের দাওয়াহ সম্পাদক হাফেজ মিছবাহুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শিবিরের সভাপতি আব্দুর রহিম নুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শওকত আলী, দক্ষিণ মহেশখালী উপজেলা জামায়াতের আমীর মাষ্টার শামীম ইকবাল এবং ব্যাংক কর্মকর্তা শহিদুল ইমরান।
সভাপতিত্ব করেন ছাত্রশিবির মহেশখালী দক্ষিণ সাংগঠনিক থানা শাখার সভাপতি আবুল কাশেম। সঞ্চালনার দায়িত্ব পালন করেন শাখা সেক্রেটারি শাহারিয়ার কায়েফ জিহাদ।
আয়োজকরা জানান, সাফল্যের পেছনে অনুপ্রেরণা ও স্বীকৃতির ভূমিকা অপরিসীম। “সিঙ্গেল ডিজিট সংবর্ধনা” শুধুমাত্র পুরস্কার প্রদানের অনুষ্ঠান নয়, বরং এটি একটি শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম, যা মেধার বিকাশে ইতিবাচক প্রভাব রাখবে এবং শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করবে।
তারা আরও বলেন, এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের আলোকিত প্রজন্ম গঠনে ছাত্রশিবিরের অঙ্গীকার আরও দৃঢ় হবে।