Advertisement


কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে মহেশখালীর ছাত্র সামিম এর করুণ মৃত্যু, সর্বত্র শোকের ছায়া

 

নিজস্ব প্রতিবেদক।। কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ও বড় মহেশখালীর সন্তান রাইয়ান নূর আবু সামিম নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ সকালে সমু্দ্র সৈকতের কবিতা চত্ত্বর পয়েন্টে এঘটনা ঘটে। কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে- সকালে সৈকতের ডায়াবেটিস পয়েন্টে শিক্ষার্থীদের একটি দল ফুটবল খেলা শেষে সমুদ্রে গোসলে নামে। এ সময় ৩ শিক্ষার্থী পানিতে ভেসে যায়। পোনা আহরণকারী জেলেরা দুজন শিক্ষার্থীকে উদ্ধার করে। সামিমকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

জানা গেছে- সমুদ্রের ওই পয়েন্টে লাইফগার্ড কর্মীদের দায়িত্ব না থাকার তারা খবর পেতে ও পৌঁছাতে দেরি হয়। 

মৃত রাইয়ান নূর আবু সামিম বড় মহেশখালীর ফকিরাঘোনার মোঃ ইসমাইলের ছেলে বর্তমানে তারা কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকায় বসবাস করেন। সামিম ইসমাইল এর দ্বিতীয় সন্তান। 

এদিকে সকালেও ছেলেটি কোচিং এ গিয়েছিল, পরে স্কুলে গিয়ে স্কুল থেকো সহপাঠীদের সাথে খেলতে যায়। তার মৃত্যুর খবর জানাজানি হলে বিদ্যালয় অঙ্গনসহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে।