Advertisement


মহেশখালীতে উৎসবমুখর আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন


নিজস্ব প্রতিবেদক।।
মহেশখালীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। স্থানীয় খামারিরা বিভিন্ন প্রজাতির পশুপাখি, দুগ্ধজাত পণ্য, আধুনিক প্রযুক্তি ও পশুখাদ্যের নমুনা প্রদর্শন করে মাঠজুড়ে ব্যস্ততা সৃষ্টি করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্যাহ্। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ। তারা প্রদর্শনীর প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং খামারিদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-  মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সৈকত বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউছার আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামশুল আলম, মহেশখালী প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তরের প্রতিনিধি, স্থানীয় শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন খামারি সংগঠনের সদস্যরা।

আয়োজনে পশুপাখির বৈচিত্র্যে এবারের প্রদর্শনী অনন্য রূপ পায়। জার্মান শেফার্ড কুকুরের দুটি বিশেষ নমুনা ছিল সর্বাধিক আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাশাপাশি খরগোশের একাধিক জাত, বিভিন্ন প্রজাতির কবুতর, গরু, ছাগল, ভেড়া, দেশি-মুরগি, ব্রয়লার, হাঁস এবং উন্নত জাতের বকনা ও ষাড় প্রদর্শিত হয়।

দই, ঘি, পনিরসহ দুগ্ধজাত পণ্য, কৃত্রিম প্রজনন প্রযুক্তি, রোগ প্রতিরোধ ও টিকাদান কার্যক্রম এবং আধুনিক খামার যন্ত্রপাতির স্টলও ছিল আলাদা গুরুত্বের।

জার্মান শেফার্ড কুকুর দুটির সামনে দর্শনার্থীদের ভিড় বেশি দেখা যায়। শিশু-কিশোরদের আগ্রহ ছিল খরগোশ ও কবুতর প্রদর্শনীকে ঘিরে।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্যাহ বলেন, প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। খামারিরা উৎসাহ ও প্রয়োজনীয় সহায়তা পেলে এই খাত আরও সমৃদ্ধ হবে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ জ্ঞান-বিনিময়, প্রশিক্ষণ ও নতুন উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, মহেশখালীর খামারিরা দ্রুত আধুনিক খামার ব্যবস্থাপনায় অভ্যস্ত হচ্ছেন। প্রাণিসম্পদ দপ্তর নিয়মিত টিকা, প্রশিক্ষণ, চিকিৎসা ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে।

প্রদর্শনীতে ছোট-বড় সব ধরনের খামারি অংশ নেন। নারী খামারিরাও নিজেদের উৎপাদিত পণ্য উপস্থাপন করেন। সারাদিন স্টলগুলোর সামনে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

খামারিরা জানান, মহেশখালী প্রাণী সম্পদ কার্যালয়ের বিশেষজ্ঞদের দিকনির্দেশনায় রোগ নিয়ন্ত্রণ, টিকা কার্যক্রম ও আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে তারা নতুন ধারণা পেয়েছেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর যৌথভাবে পুরো অনুষ্ঠান পরিচালনা করে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী আলোচনা সভা, প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের সেবা কার্যক্রম চলছে বলেও আয়োজকরা জানান।