উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রতুল কুমার শীল, মহেশখালী কলেজের প্রভাষক মুহাম্মদ ওকার উদ্দিন, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাওলানা মুহাম্মদ ইউনুস, সাবেক সভাপতি মাহবুব রোকন, উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আ ন ম হাসানসহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সরকারি নিয়মনীতি মেনে ইজারা নেওয়া অস্ট্রেলিয়া প্রবাসী উদ্যোক্তা ফয়সাল আমিন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন- ফাইসাল'স ডাইন শুধুমাত্র একটি খাবারের জায়গা নয়, এটি মহেশখালীর পর্যটন সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বক্তারা আরও বলেন- এই আধুনিক রেস্টুরেন্টটি জেটিঘাটে আসা পর্যটকদের আকর্ষণ করবে এবং দ্বীপ পর্যটনে নতুন মাত্রা যোগ করবে।
উদ্বোধনের দিন থেকেই পান ভাস্কর্যের দৃষ্টিনন্দন পরিবেশে স্থাপিত ফাইসাল'স ডাইন দেখতে সাধারণ মানুষ ও পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই স্থাপনাটি স্মৃতির পাতায় ধরে রাখতে ছবি তুলছেন, সামাজিক মাধ্যমে শেয়ার করছেন।
সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর পরিবেশ, মানসম্মত খাবার, পরিবার-বান্ধব সার্ভিস ও ঐতিহ্যগত আতিথেয়তার জন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন মহেশখালীবাসী।