এই আয়োজনের আওতায় ৪র্থ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২ লক্ষ টাকার বেশি বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে- প্রতিটি শ্রেণি থেকে প্রথম স্থান অধিকারকারী ১ জনকে ৬০০০ টাকা, ট্যালেন্টপুল ক্যাটাগরিতে ৪ জনকে ৪০০০ টাকা এবং সাধারণ গ্রেডে ৫ জনকে ২০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হবে। এছাড়াও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় পুরস্কার, ক্রেস্ট এবং সনদপত্রের ব্যবস্থা রয়েছে।
জানা গেছে- আগামী ২৬ ডিসেম্বর এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। শিক্ষার্থীরা ১ সেপ্টেম্বর থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত পরীক্ষার ফরম সংগ্রহ ও জমা দিতে পারবে। উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে অবস্থিত আনোয়ার পাশা চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত: আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হলো সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে একটি কল্যাণমূলক সমাজ গঠন করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় সহায়তা করা এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা।
আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের বিস্তারিত তথ্যের জন্য -আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর প্রধান তত্ত্বাবধায়ক নাঈম রহমান আকাশের ফোন নম্বর ০১৮৯২-৬২৪৯৮২, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মুশফিক আনোয়ার চৌধুরীর ফোন নম্বর ০১৬২০-৩৫৮৪২৯ এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক সম্পাদক শাহরিয়ার কবির রিজভীর ০১৮৮৭-২২০৫৫৩ ফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।