নৌবাহিনী জানায়, রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দেবাঙ্গাপাড়ার একটি বাড়ি থেকে ফারুককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি), কয়েকটি দা-ছুরি এবং ১৬ হাজার টাকার বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া মো. ওমর ফারুক দেবাঙ্গাপাড়ার মো. ওসমান গণীর ছেলে। উদ্ধারকৃত অস্ত্র ও নগদ টাকা-সহ তাকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল বলেন, ফারুকের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ মোট ১৪টি মামলা পাওয়া গেছে। আরও মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় নৌবাহিনীর সদস্য এম রহিম সিকদার বাদী হয়ে মহেশখালী থানায় একটি নতুন মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করছেন থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল দাশ।