স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার জনৈক হেলালের সঙ্গে কৃষক হেলাল উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সামাজিকভাবে একাধিক বৈঠক হলেও অভিযুক্ত পক্ষ বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে কালক্ষেপণ ও প্রহসন চালিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত শনিবার বাড়ি দখলের উদ্দেশ্যে প্রথমে দুই দফায় কৃষক হেলাল উদ্দিনের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বেলাল, হেলাল, নুরনাহর বেগম ও মোহাম্মদ হোসেনসহ অন্তত ৫ জন গুরুতর আহত হন।
পরবর্তীতে রাতে হেলালের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সশস্ত্র দল বাড়িতে ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালায় এবং বাড়ির লোকজনকে চারদিক থেকে অবরুদ্ধ করে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে মহেশখালী হাসপাতালে এবং পরে কক্সবাজার জেলা হাসপাতালে ভর্তি করে।
কৃষক হেলাল উদ্দিন জানান- বর্তমানে প্রতিপক্ষের লোকজন এলাকায় অস্ত্রের মহড়া চালাচ্ছে, হুমকিরমুখে তাদেরকে বাড়ি ফিরতে দিচ্ছে না। বাড়িতে এখনও ৪০-৫০ লক্ষ টাকার সম্পদ রয়েছে, যেকোনো মুহূর্তে তারা এগুলো লুটপাট করতে পারে বলে আশংকা করছেন তিনি। এ অবস্থায় তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।