আজ মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মহেশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট নুরুল আলম। উপস্থিত ছিলেন মহেশখালী নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা, বিএনপি নেতা এস এম সাজেদুল হক বিএ, আনোয়ার হোসেন মঞ্জু, পৌর যুবদলের আহ্বায়ক এডভোকেট সরওয়ার কামাল, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনসার উল্লাহ, প্রবীণ রাজনীতিবিদ সুলতান আহমদ এবং মোক্তার আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
