নিজস্ব প্রতিবেদক।। মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুবক্কর ছিদ্দিকের সঙ্গে বিএনপির এমপি প্রার্থী আলমগীর ফরিদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরের দিকে গোরকঘাটা পৌর সদরে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কৌশল, সাংগঠনিক প্রস্তুতি ও ঐক্য সুদৃঢ় করার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
দলীয় সূত্র জানায়, আলোচনায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও জোরদার করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা এবং নির্বাচনী মাঠে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপজেলা বিএনপি ছাড়াও যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এক অনানুষ্ঠানিক চা-চক্র অনুষ্ঠিত হয়।
পরে বিএনপির এমপি প্রার্থী আলমগীর ফরিদ গোরকঘাটা বাজার এলাকায় গণসংযোগে অংশ নেন। গণসংযোগকালে তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
এর আগে আলমগীর ফরিদ মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুবক্কর ছিদ্দিকের বাসভবনে যান এবং সেখানে উপস্থিত স্বজনদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
পরে তিনি জেলা বিএনপি নেতা ও মহেশখালী উপজেলার সাবেক সভাপতি এড. নুরুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সাক্ষাৎ ও গণসংযোগ কর্মসূচি মহেশখালীতে বিএনপির নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
