Advertisement


মহেশখালীর সাংবাদিক কাব্য সৌরভের পিতার ইন্তেকাল, আজ বাদ জোহর জানাজা


রকিয়ত উল্লাহ।। মহেশখালীতে কর্মরত সাংবাদিক কাব্য সৌরভের পিতা মোহাম্মদ হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে তিনি গতকাল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের বড় পুত্র, হায়দারনাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বাদশা বিষয়টি নিশ্চিত করে জানান, আজ শনিবার ২০ ডিসেম্বর বাদ জোহর দুপুর ২টায় উত্তর নলবিলার হাসান বশির নুরানি একাডেমি মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম মোহাম্মদ হোসাইন কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের পূর্ব আলী আকবর ডেইল পাড়ার মরহুম আজিম উদ্দিনের পুত্র। তিনি উত্তর নলবিলার সম্ভ্রান্ত নামিয়া বর পরিবারের এক কন্যাকে বিবাহ করে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৬ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন।

স্থানীয়রা জানান, মোহাম্মদ হোসাইন ছিলেন অত্যন্ত সাদাসিধে ও বিনয়ী স্বভাবের মানুষ। জীবনের প্রতিটি পর্যায়ে তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন। তার ইন্তেকালে উত্তর নলবিলা এলাকাসহ আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।