প্রেস বিজ্ঞপ্তি।। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে কালারমারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদল।
মঙ্গলবার ভোরে যুবদল সভাপতি ওসমান গনি ওসমানের নেতৃত্বে সাধারণ সম্পাদক শফিউল করিম, সাংগঠনিক সম্পাদক মো. ফরকান, সিনিয়র সহ-সভাপতি আবদুল মান্নান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিসহ শত শত নেতাকর্মী ও দেশপ্রেমিক তরুণ লাল-সবুজের মানচিত্রখচিত পাঞ্জাবি পরিধান করে এবং হাতে জাতীয় পতাকা নিয়ে ইউনুছখালী নাছির উদ্দীন স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় সমবেত হন।
এ সময় যুবদলের নেতৃবৃন্দের উপস্থিতিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহিদ এবং নির্যাতিত ২ লক্ষ মা-বোনের স্মরণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে শহিদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি মারাক্ষাঘোনা এলাকা থেকে শুরু হয়ে আফজেলিয়া পাড়া পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে সমাপ্ত হয়।
বিজয় র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, স্বাধীনতার অর্জন ও মূল্যবোধ রক্ষা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
