Advertisement


সোনাদিয়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন: ৪ লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ বালু জব্দ


রকিয়ত উল্লাহ।।
মহেশখালী উপজেলার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সোনাদিয়া চর সংলগ্ন চ্যানেল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ বালু জব্দ করার পাশাপাশি জড়িত ব্যক্তিকে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী চ্যানেল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ভোলার লালমোহন এলাকার শামসুল আলমের ছেলে মো. সোহাগকে আটক করা হয়। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী তাকে নগদ ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত বিপুল পরিমাণ বালু মহেশখালী উপজেলা প্রকৌশলী দপ্তরের মাধ্যমে নিলামে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সোনাদিয়া দ্বীপ ও এর আশেপাশের এলাকা সরকার ঘোষিত ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’। জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় এই অঞ্চল থেকে বালু উত্তোলন আইনত দণ্ডনীয় এবং সম্পূর্ণ নিষিদ্ধ।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম জানান, সোনাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।