সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীনের উদ্যোগ
আজ (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে চট্টগ্রাম, কক্সবাজার ও মহেশখালীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের মোট ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এতে প্রায় এক হাজারেরও বেশি রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। একই সঙ্গে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় আড়াই হাজার ছাত্রী বিনামূল্যে নাক–কান ছেদন কার্যক্রমে অংশ নেয়।
ক্যাম্পের আয়োজক সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। সেই বাস্তবতা বিবেচনায় রেখেই এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ বিতরণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিশেষ করে স্কুল ও মাদ্রাসার ছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মতভাবে নাক–কান ছেদনের উদ্যোগ নিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও মহেশখালীর সাধারণ মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে যাঁরা স্বেচ্ছাশ্রম ও আন্তরিক সহযোগিতা করেছেন, বিশেষ করে চিকিৎসকবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
লদ্দিনোঅরো ফাউন্ডেশন হোয়ানক ও হোয়ানক সিভিল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়ানক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য সেলিম সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম সিকদার, হোয়ানক ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ কলি সিকদার, জাতীয়তাবাদী কৃষকদল মহেশখালী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জাহিদুল হাসান মানিকসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন হোয়ানক সিভিল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা মেহেদী হাসান পাবেল, মেডিকেল ক্যাম্প ২০২৬-এর আহ্বায়ক নোমান উদ্দিন ইলাহী, উপদেষ্টা কর আইনজীবী নুরুল আবছার, উপদেষ্টা বোরহান উদ্দিন, উপদেষ্টা তারিফ হাসান মিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্বেচ্ছাসেবকরা।
