প্রেস বিজ্ঞপ্তি।। মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীনের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় দিনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও ফ্রি ওষুধ বিতরণ কর্মসূচি–২০২৬। কর্মসূচির বিশেষ আকর্ষণ হিসেবে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্রীদের জন্য আয়োজন করা হয় বিনামূল্যে নাক–কান ছেদন সেবা।
১৭ জানুয়ারি (শনিবার) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা দৃষ্টি পরীক্ষা, রোগ নির্ণয়, ছানি রোগী শনাক্তকরণ, বিনামূল্যে ছানি অপারেশন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণসহ বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করেন। এতে প্রায় পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। একই সঙ্গে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় দেড় হাজার ছাত্রী নাক–কান ছেদন সেবার আওতায় আসে।
ক্যাম্পের আয়োজক সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, চোখ মানুষের অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অঙ্গ। অবহেলা ও সময়মতো চিকিৎসা না নেওয়ার কারণে অনেক মানুষ অল্প বয়সেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তাই চোখের যত্ন ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখাই তাঁর অঙ্গীকার। এরই ধারাবাহিকতায় স্কুল ও মাদ্রাসার ছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত নাক–কান ছেদন কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মহেশখালীর সাধারণ মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ উদ্যোগ বাস্তবায়নে স্বেচ্ছাশ্রম ও আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করায় সম্মানিত চিকিৎসকবৃন্দ, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, গতকাল (শুক্রবার) উপজেলার হোয়ানকে প্রথমদিনের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রায় ৪ হাজার মানুষ সে ক্যাম্প থেকে সেবা গ্রহণ করেন।
