রোববার (২৫ জানুয়ারি) দুপুরে তিনি মহেশখালী উপজেলার লিডারশীপ হাইস্কুল অ্যান্ড কলেজে স্থাপিত নৌবাহিনীর ক্যাম্পে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান মহেশখালী কন্টিনজেন্ট কমান্ডারসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।
পরিদর্শন শেষে ক্যাম্প মিলনায়তনে নির্বাচনকালীন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, মহেশখালী থানার ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল, উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান বলেন, “জাতীয় নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।” তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় মাঠপর্যায়ের প্রস্তুতি ও কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে মহেশখালী কন্টিনজেন্ট পরিদর্শন করা হয়েছে।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহেশখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সতর্কতামূলক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নির্বাচনী সময়ে শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নৌবাহিনীর কন্টিনজেন্ট নিয়মিত ফুট পেট্রোলিং ও নিবিড় নজরদারি কার্যক্রম পরিচালনা করছে।
