Advertisement


মহেশখালী অনলাইন প্রেসক্লাব ও বন্দর নিউজের তিন দিনব্যাপী প্রতিনিধি সভা ও মিলনমেলা অনুষ্ঠিত


এম.এ.কে.রানা।।
শীতকালীন ভ্রমণের অংশ হিসেবে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পার্বত্য জেলা বান্দরবানের লামা ও আলীকদমে অনুষ্ঠিত হয়েছে মহেশখালী অনলাইন প্রেসক্লাব ও বন্দর নিউজের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী প্রতিনিধি সভা ও মিলনমেলা।

“পাহাড় অন্বেষণ, আত্মার একটি যাত্রা” স্লোগানে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে গত ১৮ জানুয়ারি (রবিবার) সকাল ৯টায় মহেশখালী অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ের সামনে থেকে চাঁদের গাড়িযোগে সাংবাদিকদের একটি দল লামার উদ্দেশ্যে যাত্রা করে। লামায় পৌঁছে তারা বিভিন্ন দৃষ্টিনন্দন পর্যটন স্পট পরিদর্শন করেন এবং দুপুরের খাবার শেষে বিকেলে আলীকদমে পৌঁছে জেলা পরিষদের রেস্ট হাউসে রাত্রিযাপন করেন।

তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার রাত ৯টায় বান্দরবানের আলীকদমের ‘দ্য দামতুয়া ইন’ গেস্ট হাউসের মিলনায়তনে বার্ষিক প্রতিনিধি সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিয়ত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও বন্দর নিউজের সম্পাদক এ.এম হোবাইব সজীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদুল আলম দেওয়ান, সাবেক সভাপতি মাহবুব রোকন এবং মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.ন.ম হাসান।

এছাড়া প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন বন্দর নিউজের বার্তা সম্পাদক মোহাম্মদ সাহাব উদ্দিন, মফস্বল সম্পাদক এম.এ.কে. রানা, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি আজিজ সিকদার, অর্থ সম্পাদক কপিল বিন আমির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজবাহ উদ্দিন আরজু, সদস্য শাহরিয়া বাবু, আলফাজ মামুন নুরী, রাইহান উদ্দিন নিশান, সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ, সাহাব উদ্দিন সিকদারসহ আরও অনেকে।

প্রতিনিধি সভায় সাহসী ও অনুসন্ধানী সংবাদ পরিবেশনের স্বীকৃতি হিসেবে বন্দর নিউজের রিপোর্টার আলফাজ মামুন নুরী ও রাইহান উদ্দিন নিশানকে ‘বর্ষসেরা রিপোর্টার–২০২৫’ হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে জমকালো আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে তিন দিনের সফর শেষে আলীকদম থেকে মহেশখালীতে ফিরে আসেন অংশগ্রহণকারী সাংবাদিকদের দল।