Advertisement


মহেশখালী মাল্টিমিডিয়া ফোরামের আত্মপ্রকাশ


প্রেস বিজ্ঞপ্তি।। কক্সবাজারের মহেশখালী উপজেলায় বিভিন্ন মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত নতুন সাংবাদিক সংগঠন ‘মহেশখালী মাল্টিমিডিয়া ফোরাম’–এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মহেশখালীর ঐতিহ্যবাহী সোনাদিয়া দ্বীপে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিগ্রাম নিউজের মহেশখালী প্রতিনিধি এম বশির উল্লাহ, দৈনিক দৈনন্দিনের মহেশখালী প্রতিনিধি সাহাব উদ্দীন সিকদার, মহেশখালীর সব খবরের শাহরিয়ার, প্যানোয়া নিউজের মহেশখালী প্রতিনিধি আবু হেনা আসিফ, সিসিএন ও আজকের বাংলা পত্রিকার মহেশখালী প্রতিনিধি ওয়াজেদুল হক মণি, দৈনিক যায়যায়দিনের মহেশখালী প্রতিনিধি সুমন চন্দ্র দে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও মানবকণ্ঠের প্রতিনিধি বোরহান উদ্দিন রাব্বানী, আমাদের কক্সবাজারের মহেশখালী প্রতিনিধি মহিউদ্দিন, সবসময় নিউজের প্রতিনিধি এইচ এম করিম, দৈনিক হোয়ানকের টিম লিডার ছাদেকুর রহমান, দৈনিক প্রভাতী বাংলাদেশের মহেশখালী প্রতিনিধি নুরুল আবছার, শাপলাপুর নিউজ ডটকমের প্রতিনিধি খোরশেদ আলম, আজকের মহেশখালীর মোহাম্মদ ফাহিম, মহেশখালী ২৪–এর টিম লিডার এনামুল হক, প্রবাল নিউজের মহেশখালী প্রতিনিধি ফারুক আজমসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এম বশির উল্লাহ বলেন, ডিজিটাল ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যেই ‘মহেশখালী মাল্টিমিডিয়া ফোরাম’ গঠন করা হয়েছে।

আয়োজকরা জানান, এই ফোরাম স্থানীয় সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং মহেশখালী–সোনাদিয়া অঞ্চলের সমস্যা ও সম্ভাবনাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে কাজ করবে। পাশাপাশি তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা সোনাদিয়া দ্বীপ রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান এবং প্যারাবন কাটার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এছাড়া আত্মপ্রকাশ উপলক্ষে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অবিবাহিত দল ৩–০ গোলে বিবাহিত দলকে পরাজিত করে জয় উল্লাসে মেতে ওঠে।

নবীন ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই নতুন সংগঠনের সফলতা কামনা করেছেন সচেতন মহল। একই সঙ্গে ভবিষ্যতে মহেশখালীর গণমাধ্যম অঙ্গনে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।