আজ পরিদর্শনে আসছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার
বিশেষ প্রতিনিধি।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সতর্কতামূলক ব্যবস্থা আরও জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ে নিয়মিত যৌথ টহল ও ফুট পেট্রোলিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আজ নৌবাহিনীর সার্বিক কার্যক্রম পরিদর্শনে আসছেন বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার।
জানা গেছে, গতকাল শনিবার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার এবং মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও মহেশখালী নৌবাহিনী কন্টিনজেন্ট যৌথভাবে টহল পরিচালনা করে। এ সময় নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করা, সন্দেহজনক তৎপরতা পর্যবেক্ষণ এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এর আগে বুধবার গোরকঘাটা এলাকা থেকে শুরু করে মহেশখালী ঘাট, বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার, হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নৌবাহিনীর সদস্যরা ফুট পেট্রোলিং পরিচালনা করেন। টহল চলাকালে সাধারণ মানুষ ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় এবং যেকোনো ধরনের সন্ত্রাসী বা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
নৌবাহিনী সূত্র জানায়, বিশেষভাবে সম্ভাব্য সংঘাতপূর্ণ এলাকা, জনসমাগমস্থল এবং গুরুত্বপূর্ণ বাজারকেন্দ্রিক এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো পক্ষ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সে লক্ষ্যে নৌবাহিনী কন্টিনজেন্ট স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে নিরবচ্ছিন্ন টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এদিকে নির্বাচন উপলক্ষে মহেশখালী ও কুতুবদিয়ায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শনে আসছেন বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার।
নৌবাহিনী সূত্রে জানানো হয়েছে, এ পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করা হবে। নির্বাচনকালীন দায়িত্ব পালনে কন্টিনজেন্টের সক্ষমতা ও সমন্বয় আরও শক্তিশালী করাই এ পরিদর্শনের মূল লক্ষ্য।
মহেশখালী ও কুতুবদিয়া নৌবাহিনী সূত্র আরও জানায়, সাধারণ জনগণের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতেই এ তৎপরতা অব্যাহত থাকবে। নির্বাচন ঘিরে নৌবাহিনীর এই সক্রিয় ভূমিকা স্থানীয়ভাবে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মাঝে আস্থার বার্তা পৌঁছেছে।
