Advertisement


মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় ১০ বছরের শিশু নিহত, চালক আটক


নিজস্ব প্রতিনিধি,
কালারমার ছড়া ।। মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ নেচার নামে ১০ বছরের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রধান সড়কের শাপলাপুর সাদেকেরকাটা ইবতেদায়ী মাদ্রাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু নেচার শাপলাপুর সাদেকেরকাটা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি সিএনজি অটোরিকশা রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িটি আটক করে রাখে এবং চালককে ঘিরে ধরে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে এসে পুলিশ চালককে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক চালককে আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শিশুর পরিবারের সদস্যদের কান্নায় পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।