Advertisement


নেপথ্যে উস্কানি: সংকটের দিকে যাচ্ছে পানিরছড়া উচ্চ বিদ্যালয়


কতিপয় ব্যক্তির ক্ষমতার দ্বন্দ্ব, দুর্বল লোকের ক্ষমতা আঁকড়ে রাখার মানসিকতা ও নানামুখী নেতৃত্ব সংকটে পড়েছে মহেশখালীর পানির ছড়া উচ্চ বিদ্যালয়। স্বার্থপর বড়দের উস্কানিতে পথে নামানো হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। নেপথ্যে সুবিধাবাদী ও ক্ষমতার দ্বন্দ্ব জড়িত থাকার কারণে এই পরিস্থিতির দীর্ঘসূত্রিতা হতে পারে। পড়ার পরিবেশ ব্যাহত হতে পারে। ইতোমধ্যে সেরকম ইঙিতও পাওয়া যাচ্ছে। খবর একাধিক সূত্রের। 

আমাদের অভিমত এই অবস্থা বেশীদিন চলতে দেওয়া যায় না। এমটি চলতে থাকলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ শিক্ষার্থীরা। মফস্বলের একটি স্কুলে এমন অবস্থা শুরু হলে অন্যসব প্রতিষ্ঠানেও এর খারাপ প্রভাব পড়তে পারে। তুচ্ছ ইস্যুতে বড় ধরণের কিছু ঘটে যেতে পারে। আমরা চাই পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান হোক। যারা এসবের নেপথ্যে আছে তাদেরকে শনাক্ত করে নিয়ন্ত্রণে আনা হোক। গুটি কয়েক ব্যক্তির জন্য এলাবাসীর বিকাশমান এই সামগ্রিক স্বার্থকে বিনষ্ট হতে দেওয়া যায় না।