Advertisement


ছোট মহেশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি

 

❝ ছোট মহেশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ১ টি সরকারী প্রতিষ্ঠান হলেও এটা এখন কোচিং সেন্টারে পরিনিত । 

সরকারী নিয়ম অনুযায়ী ক্লাস ছুটির সময় হচ্ছে বিকাল ৪:৩০ মিনিট আর এখন স্কুল ছুটি দেয় দুপুর ২ টার সময়, ছুটির পর পরই শুরু হয় কোচিং ব্যবসা । উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব, অানসার উল্লাহ হেলালী সাহেব এছাডা অারও নানা দূর্নীতি করে এই সরকারী স্কুলটা কে ব্যবসা প্রতিষ্টানে পরিনিত করে তুলছে । এই নিয়ে এলাকাবাসী পরিচালনা কমিঠিকে অভিযোগ করলে তারা বলে স্কুলের প্রধান শিক্ষক স্লীপের টাকা নিয়ে দুর্নীতি করায় অার মিটিং ও ডাকেনা । তাই এলাকাবাসী ক্ষুদ্ব হয়ে শিক্ষকদের উপর হামলা ও চালাতে পারে । তাই প্রসাশনের নিকট বিনীত অাবেদন এই বিষয়গুলো বিবেচনা করে এই সরকারী প্রতিষ্টানকে যেন দূর্নীতির হাত থেকে রক্ষা করা হয়।

একটি পাঠক প্রতিবেদন, প্রিয় পাঠক আপনিও লিখুন