Advertisement


মহেশখালী প্রেস ক্লাবের প্রথম অানুষ্ঠানিক শপথ গ্রহণ

ছবি: মহেশখালী প্রেস ক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন ইউএনও আবুল কালাম।

মহেশখালী প্রেস ক্লাবের শপথ অনুষ্ঠানে ইউএনও কালাম

সাংবাদিকদের পাশেই রয়েছে সরকার, দেশের উন্নয়নচিত্র তুলে ধরুন


কক্সবাজারের গুরুত্বপূর্ণ দ্বীপ উপজেলা মহেশখালী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৭-এ নব-নির্বাচিত কর্মকর্তাদের শপথ অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। মহেশখালীতে প্রথম বারের মতো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম বলেছেন -সাংবাদিকরা সমাজের আয়না। তাদের তাদের সার্বিক কর্মকাণ্ডে সমাজের সমূহ ছবি ফোটে উঠে। আজ সরা দেশের ন্যয় মহেশখালী দ্বীপেও উন্নয়নের জোয়ার শুরু হয়েছে, এসব উন্নয়নের চিত্র নির্ভেজাল ভাবে তুলে ধরা সাংবাদিকদের অন্যতম প্রধান কাজ। তিনি বস্তুনিষ্ঠ ভাবে এসব উন্নয়নের চিত্র তুলে ধরার জন্য সাংবাদিকদেরকে আহ্বান জানান। তিনি বলেন সাংবাদিকদের পাশে রয়েছে সরকার। যেমন ঘটনা ঠিক তেমনি ঝরঝরে মেদহীন ভাবে তুলে ধরার নামই বস্তুনিষ্ঠতা। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রতি গুরুত্বারোপ করে সাংবাদিকতার নৈতিক দিক বিবেচনায় নানা দিকনির্দেশনা তুলে ধরেন। গতকাল বেলা ২ টায় উপজেলা সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাহী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব কাজী মোরতাজ আহমদের সভাপতিত্বে ও সদস্য মাস্টার লায়েক হায়দারের সঞ্চালনায় এই আয়োজন সম্পন্ন হয়। মৌলভি রুহুল কাদেরের কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো আলোচনা সভা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশখালী থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মর্কতা গোলাম মাসুদ কুতুবি। মহেশখালী সিনিয়ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এড. আবু তালেব, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মহেশখালী কলেজে উপাধক্ষ্য কানু কুমার চৌধুরী, প্রবীণ শিক্ষক নবাব হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এড. শেখ কামাল ও মহেশখালী প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি মাহবুব রোকন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মহেশখালীর কমান্ডার মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, শৈবাল খেলাঘর আসরের সহ-সভাপতি আব্দুস সালাম বাঙ্গালী, যুবলীগ নেতা জিল্লুর রহমান মিন্টু, মহেশখালী কলেজের শিক্ষক সাহেদ খানসহ বিভিন্ন শ্রেণীপেশার বহু সুধিজন উপস্থিত ছিলেন। এসময় মহেশখালী থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান এর প্রস্তাবে বিজয়ের এই মাসে একাত্তুরের বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে উপস্থিত সকলে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। দ্বীতিয় পর্বে শুরু হয় মহেশখালী প্রেস ক্লাবের নব-নির্বাচিতদের শপথ অনুষ্ঠান। এই পর্বে নব-নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম। এসময় প্রেস ক্লাবের নব-নির্বাচিত ৭ কর্মকর্তা তাঁর কণ্ঠে কন্ঠ মিলিয়ে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নেন। নির্বাচন কমিশনের সরবরাহ করা স্ক্রিপ্টে শপথ গ্রহণ করেন সভাপতি মাহবুব রোকন, সহ-সভাপতি সৈয়দ মুজতবা আলী, সাধারণ সম্পাদক কাউন্সিলার এম. ছালামত উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল কাদের, সাংগঠনিক সম্পাদক এম. বশির উল্লাহ, অর্থ সম্পাদক মোহাম্মদ তারেক, প্রচার ও দপ্তর সম্পাদক আব্দুর রশিদ। পরে উপস্থিত নেতৃবৃন্দ নব-নির্বাচিতদের হাতে কাঁচা ফুলের ঢালি তুলেদেন। একই ভাবে প্রেস ক্লাবের পক্ষ থেকেও অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে আগত সুধীজন ও অতিথিদের মাঝে মিষ্টান্ন ও খাবার বিনিময় করা হয়।