Advertisement


মৌসুমীদের জন্য রাজনীতি না -মেয়র মকছুদ।



বিশেষ প্রতিনিধি
সুবিধাবাদী মৌসুমী ব্যক্তিদের জন্য আওয়ামী লীগের রাজনীতি নয়, এখানে ত্যাগীদোর স্থান আছে বলে মন্তব্য করেছেন মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া। -খবর প্রেস বিজ্ঞপ্তির।

পবিত্র ঈদুল ফিতর পরবর্তী মহেশখালী পৌর আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায়  এক জরুরী বর্ধিত সভা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয় ৷

মহেশখালী পৌর আওয়ামী লীগের আহবায়ক, পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের আলোকে  তিনি বলেন - হাল আমলে কিছু মৌসুমি রাজনীতিবিদের দেখা পাওয়া যায় হাটে ঘাটে বাজারে ৷ যাদের কাজ হলো আওয়ামী লীগের নাম ব্যবহার করে মানুষকে ধোকা দেওয়া ৷ যারা কোন ধরণের কমিটিতে নেই, সারা বছর দলীয় কোন কার্যক্রমে যাদের দেখা পাওয়া দুস্কর, তারা আজ বনে গেছে  আওয়ামীরলীগের বড় নেতা ৷  বলে বেড়াচ্ছে আওয়ামী লীগ আমরা ছাড়া কেউ নয় ৷ তিনি বলেন -তাহলে এতোদিন যারা শ্রম ও ত্যাগের বিনিময়ে  মাননীয় প্রধানমন্ত্রীর  হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মাঠে ময়দানে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন তারা কোন পর্যায়ে পড়বে?

তিনি তাদের উদ্দ্যেশ্যে  প্রশ্ন রেখে বলেন, নেত্রী যদি আপনাদেরকে গ্রীন সিগন্যাল দিয়ে পাঠান তাহলে আপনি আমাদের কেন্দ্রের পক্ষ হতে  কাগজ পত্র দেখান ৷ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনাদের পক্ষে বিবৃতি দিক ৷ তাহলে আর কোন বিভ্রান্তি থাকবে না ৷

আমরা আপনাদের হয়ে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে  একসাথে কাজ করে যাব ৷ আর যদি না পারেন, তাহলে সসম্মানে  জনগনের মাঝে বিভ্রান্তি ছড়ানো হতে দুরে থাকুন ৷

আওয়ামী লীগের নাম ব্যবহার করে দলীয় নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়াবেন না ৷

তিনি আরো বলেন, আমরা যদি একবিন্দু পরিমানও অনিশ্চিত হতাম, তাহলে আমরা তা সকলের মাঝে ঘোষণা করতাম ৷ আমরা বাস্তবতাটাই জনগনের সামনে তুলে ধরি ৷

মহেশখালী কুতুবদিয়ার সংসদীয় আসনে আশেক উল্লাহ রফিকই দলীয় মনোনয়নে আগামী সংসদ নির্বাচনে  অংশগ্রহণ করবেন ৷ এবং তিনিই দলীয় মনোনয়ন প্রাপ্ত উক্ত আসনে একমাত্র ব্যাক্তি ৷ আগামী সংসদ নির্বাচনে আশেক উল্লাহ রফিককে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান ৷

পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম রফিকুল ইসলাম বিএ ও প্রণব কুমার দের সঞ্চালনায় অনুষ্ঠিত হওয়া বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন -বর্ষীয়ান রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডাঃ নুরুল আমীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান বিএ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আবু তালেব, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শামশুল আলমসহ পৌর আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মী বৃন্দ ৷