Advertisement


মাতারবাড়িতে ভাঙছে বাঁধ, কাঁদছে ৮০ হাজার মানুষে



এ.এম হোবাইব সজীব
মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের পশ্চিমে লাগায়ো সাগরের প্রচন্ড পানির ধাক্কায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ( পাউবোর) বেড়িঁ বাধটি বিলিন হতে চলেছে। ফলে বেড়িবাঁধের বড় অংশ ধসে গিয়ে মাতারবাড়ি নয়াপাড়া সাইটপাড়া ঘরবাড়ী পানির নিচে তলিয়ে যাচ্ছে। নতুন কারে এই ভাঙ্গলে ঝুঁকির মুখে পড়েছে দ্বীপটির ৮০ হাজার মানুষ।

সরজমিনে গিয়ে দেখা গেছে, ইতোমধ্যে কয়েকটি পরিবার উক্ত ভাঙন স্থান থেকে সরে গিয়ে অনত্রআশ্রয় নিয়েছে। এমন পটভূমিতে আংতকে দিন কাটছে মাতারবাড়ী ৮০ হাজার মানুষের। জরুরী ভিত্তিতে টেকসই বেঁড়িবাধ নিমার্ণ না করলে বেড়িবাঁধের বাকি অংশ ভেঙে যে কোন মুহুর্তে পুরো মাতারবাড়ী তলিয়ে যাবে বলে স্থানিয়রা জানিয়েছেন।


তবে সিঙ্গাপুরের স্বপ্ন দেখা এই মানুষ গুলো এখন ঘুমের ঘরে লাফিয়ে উঠে জোয়ারের পানিতে বসত বাড়ি ডুবে যাওয়ার আতংকে।

মাতারবাড়ী চেয়ারম্যান মোঃ উল্লাহ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে বেড়িবাঁধ নিমার্ণ করতে বলতেছে। তবে বর্ষা মৌসুম চলে আসায় ভাঙা স্থানে বাঁধ নিমার্ণ করা সম্ভাব নয়।