Advertisement


মহেশখালীতে জেলে ট্রলারে দস্যুদলের হানা, দস্যু আটক


ছবিঃ মহেশখালীতে জেলেদের হাতে আটক হওয়া জলদস্যু সাদ্দাম হোসেন।
আজিজ সিকদার/এম.বশির উল্লাহ।।
কক্সবাজারের মহেশখালী দ্বীপের পার্শ্ববর্তী সাগরে মাছ ধরার সময় জেলেদের ট্রলারে হানাদিয়েছে একদল জলদস্যু। এ সময় জেলেরা সঙ্ঘবদ্ধ ভাবে দস্যুদের মোকাবিলা করে। এক পর্যায়ে জেলেদের হাতে আটক হয় এক জলদস্যু। শনিবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় জেলেরা জানায়, উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামের জনৈক মোহাম্মদ বেলালের  মালিকাধিন এফবি দিলশাদ নামের ট্রলারটি গভীর সমুদ্র থেকে মাছ আহরণ করে কুলে ফিরছিল। রাত ৯টার দিকে ট্রলারটি মাঝি-মাল্লাদের নিয়ে উপকূলের কাছাকাছি আসলে একদল জলদস্যু একটি ট্রলার নিয়ে এ জেলেট্রলারে হানা দেয়। এ সময় জেলেরা সঙ্ঘবদ্ধ ভাবে দস্যুদের প্রতিরোধ করে। জেলেদের প্রতিরোধের মুখে দস্যুরা টিকতে না পেরে পিছু হটে পলিয়ে যায়। এ সময় জেলেরা এক জলদস্যুকে হাতেনাতে আটক করে।

আটক হওয়া জলদস্যুর নাম সাদ্দাম হোসেন (২৮)। সে ঘটিভাঙ্গা এলাকার আবুল কাসেমের পুত্র।

আটকের বিষয়টি নিশ্চিত করে কুতুবজোমের ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন জানান -খবর পেয়ে মহেশখালী থানার একদল পুলিশ ঘটিভাঙ্গা গিয়ে ওই দস্যুকে থানায় নিয়ে আসে।