Advertisement


মহেশখালীর মুক্তিযোদ্ধা ফিরোজ খান ও আশিষ স্যারকে দিয়ে দূর্নীতি প্রতিরোধ কমিটি ঘোষণা

বার্তা পরিবেশক।। 
দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় হতে মহেশখালী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির নতুন ইউনিট অনুমোদন দিয়েছে। মুক্তিযোদ্ধা ডাঃ ফিরোজ খানকে সভাপতি  করে ৩ বছরের জন্য  ৯ সদস্যের এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির সদস্য সচিব করা হয়েছে অধ্যাপক আশিষ কুমার চক্রবর্তীকে।

কমিটি সূত্র জানায়, কমিটির সহ-সভাপতি করা হয়েছে মহেশখালী কলেজের অধ্যাপক আহাম্মদ কবির ও প্রভাষক রাহামত উল্লাহকে। সদস্য সচিব করা হয় মহেশখালী কলেজের অধ্যাপক আশিষ কুমার চক্রবর্তী তথা সবার পরিচিত আশিষ স্যারকে। তাছাড়া সদস্য করা হয়েছে যথাক্রমে -মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহা আলম, পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আবু ছৈয়দ, শাপলাপুর জাহিদা ঘোনার মাওলানা ওসমান গনী, মাতারবাড়ি রাজঘাট এলাকার মোঃ মীর কাসেম এর স্ত্রী পাপিয়া জাহান আফরিন, বড় মহেশখালী কুলাল পাড়ার মোঃ বকসুর মেয়ে শাকিলা ফারজানা প্রমুখ।

দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মাহামুদ হাসান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয় ৷